সাংবাদিক তুহিন হত্যাকারীদের ফাঁসির দাবিতে দোয়ারাবাজারে সাংবাদিকদের কলম বিরতি
দোয়ারাবাজার (সুনামগঞ্জ)প্রতিনিধি :
দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার সাংবাদিক আসাদুজ্জামান তুহিন কে প্রকাশ্যে কুপিয়ে হত্যা এবং বাংলাদেশের আলো পত্রিকার গাজীপুর জেলা প্রতিনিধি আনোয়ার হোসেনকে হত্যার উদ্দেশ্যে পুলিশের সামনে পাথর দিয়ে থেতলে দেওয়ার প্রতিবাদ ও সন্ত্রাসীদের বিচার নিশ্চিতকরণ সহ সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করার দাবীতে দিনব্যাপী কলম বিরতি কর্মসূচী পালন করেছে দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাব'র সাংবাদিকরা।
রবিবার (১০ আগষ্ট) বিকালে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব কার্যালয়ের সামনে এই কলম বিরতি পালন করে প্রেসক্লাবের সাংবাদিকরা। সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত এই কলম বিরতি চলে।
এসময় উপজেলা প্রেসক্লাবের সদস্য দৈনিক সংবাদের উপজেলা প্রতিনিধি এম এ মোতালিব ভূইয়া, সদস্য দৈনিক নয়া দিগন্তের উপজেলা প্রতিনিধি সোহেল মিয়া,দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি মো.মামুন মুন্সি, দৈনিক সংবাদ দিগন্তের প্রতিনিধি সানুর ওয়াদুদ সাগর, দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার ফারুক মিয়া,দৈনিক জাগ্রত মাতৃভূমি'র মারুফ খন্দকার, দৈনিক স্বদেশ বার্তার প্রতিনিধি জহিরুল ইসলাম সানি,রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন,সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকান্ড এবং সাংবাদিক আনোয়ার হোসেনকে হত্যার উদ্দেশ্যে হামলায় জড়িত সকল দোষীদের দ্রুত গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করলে কঠোর আন্দোলনের হুমকি দেন।
বক্তারা বলেন, একটি স্বাধীন দেশে সাংবাদিক তুহিনকে এরকম নির্মমভাবে হত্যা করা অসহনীয় এবং এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সকল অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তার করে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তারা আরও বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের উচিত যথাযথ পদক্ষেপ নেয়া। অন্যথায় দেশের সাংবাদিক সমাজ কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।

No comments: